পুরান ঢাকার পুরোনো ক্যাফে
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নগর জীবন। নগর জীবনে ক্লান্তিময় পথ পেরিয়ে এগিয়ে চলে জীবনযাত্রা। সময়ের পাতায় পরিবর্তন হয় দিনক্ষণ কিন্তু সময় তার ইতিহাসের চিহ্ন ঠিকই রেখে যায়। আমাদের আনাচ-কানাচে অনেক ঐতিহাসিক স্থান আছে, যা আমাদের চোখের অন্তরালেই থেকে যায়। ঠিক তেমনি একটি স্থান ক্যাফে কর্নার।…